Wellcome to National Portal
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ (এসপিএসএন) প্রকল্প জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২২

প্রকল্পের ধারণাপত্র

           
একনজরে প্রকল্প সম্পর্কিত তথ্যাদি
1.0 প্রকল্পের শিরোনাম : বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প
2.1 উদ্যোগী মন্ত্রণালয় : সমাজকল্যাণ মন্ত্রণালয়  
2.2 বাস্তবায়নকারী সংস্থা : জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
2.3 নির্বাহক এজেন্সী : গণপূর্ত অধিদপ্তর (নির্বাহী প্রকৌশলী, সাভার গণপূর্ত বিভাগ)
2.4 পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ : আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন
           
3.0 প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা (সুবিধাভোগীসহ):
  উদ্দেশ্য:        
  • সমাজের একজন দায়িত্ববান নাগরিকের মত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সম অধিকার ও সুযোগ প্রদান এবং একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে সমাজের মূল ধারায়  অর্ন্তভূক্তকরণ।
• বিশেষায়িত ব্যক্তিদের (সেরিব্রাল পালসি (সিপি), দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বধির - অন্ধ, অটিস্টিক,  বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ইত্যাদি একাধিক অক্ষমতা) সেবার জন্য  একটি আধুনিক ও অনন্য প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স স্থাপন।
• বিশেষ ধরনের প্রতিবন্ধী যেমন সেরিব্রাল পালসি (সিপি), দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বধির - অন্ধ, অটিস্টিক,  বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ইত্যাদি একাধিক অক্ষমতা বিষয়ে বিশেষ সহযোগিতা নিশ্চিতকরণ।
•বিশেষায়িত ব্যক্তিদের বিশেষ স্কুল, কারিগরী সেবা, পুনর্বাসন ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টিকরণ।
           
  লক্ষ্যমাত্রা:        
  ‡ ২০২৩ সালের মধ্যে ২৭৮১১.৭ বঃমিঃ ফ্লোর এরিয়া বিশিস্ট ২ টি বেসমেন্ট সহকারে ১১ তলা একডেমিক ভবন নির্মাণ;
‡২০২৩ সালের মধ্যে  ৬ তলা ভিতের ৬ তলা ডরমিটরি ও হোস্টেল ব্লক নির্মাণ;
‡ বিশেষায়িত   শিশু কিশোরদের (সেরিব্রাল পালসি (সিপি), দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বধির - অন্ধ, অটিস্টিক,  বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ইত্যাদি একাধিক অক্ষমতা) জন্য সইমিং পুল, জিমনেশিয়াম নির্মাণ ও ফুটবল, ক্রিকেট খেলার  সুবিধা
‡  ক্রীড়া কমপ্লেক্স এর  চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ;
‡  অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ;
‡ সৌর প্যানেল  স্থাপন;
           
4.0 প্রকল্পের বাস্তবায়নকাল:  
  (ক) শুরুর তারিখ                  : 01 এপ্রিল 2021
  (খ) সমাপ্তির তারিখ               : 31 ডিসেম্বর ২০২3
4.1 এনইসি-একেনেক অনুমোদন    : ১৬ মার্চ ২০২১
4.2 প্রশাসনিক অনুমোদন             : ১৪ সেপ্টেম্বর ২০২১
4.3 প্রকল্প পরিচালক পদায়ন         : ০৭ নভেম্বর ২০২১
           
5.1 প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়):  
  মোট                                44,754.07    
  জিওবি                                44,754.07    
  নিজস্ব অর্থ                                            -      
  অন্যান্য                                            -      
5.2 বৈদেশিক মূদ্রার বিনিময় হার (তারিখসহ):
  উৎস: বাংলাদেশ ব্যাংক        
           
6.0 অর্থায়নের ধরণ: জিওবি 
           
6.1 অর্থায়নের ধরণ ও উৎস:     (লক্ষ টাকায়)
 
উৎস     জিওবি (বৈদেশিক মূদ্রা নিজস্ব অর্থায়ন (বৈদেশিক মূদ্রা) অন্যান্য (উল্লেখ করতে হবে)
  ধরন
  1 2 3 4
  ঋণ                  -                       -                                          -  
  অনুদান      44,754.07                     -                                          -  
  ইক্যুইটি                  -                       -                                          -  
  অন্যান্য (উল্লেখ করতে হবে)                  -                       -                                          -  
  মোট:      44,754.07                     -                                          -  
6.2 বছরভিত্তিক প্রাক্কলিত ব্যয়:     (লক্ষ টাকায়)
  অর্থ বছর জিওবি (বৈদেশিক মূদ্রা সংস্থার নিজস্ব অর্থ (বৈদেশিক মূদ্রা) অন্যান্য (উল্লেখ করতে হবে) মোট (বৈদেশিক মূদ্রা)
  1 2 3 4 5
  2020-21                  -                       -                     -                 -  
  202১-22            68.00                     -                     -           68.00
  2022-23       7,952.00                     -                     -       7,952.00
  2023-24    36,734.07                     -                     -    36,734.07
  মোট:      44,754.07                     -                     -     44,754.07
           
7.0 প্রকল্প এলাকা:        
  বিভাগ জেলা উপজেলা/পৌরসভা/সিটি কর্পোরেশন
  1 2 3
  ঢাকা ঢাকা সাভার উপজেলা
 
 
       
8.0 প্রকল্প এলাকা ভিত্তিক ব্যয় বিভাজন: (লক্ষ টাকায়)
  বিভাগ জেলা উপজেলা  ব্যয়ের পরিমাণ
  1 2 3 4
  ঢাকা ঢাকা  সাভার                            44,754.07
        (লক্ষ টাকায়)
9.0 প্রকল্পের আর্থিক অগ্রগতি (2021-22 অর্থ বছরে) 64.56    
10.0 প্রকল্পের বাস্তব অগ্রগতি (2021-22 অর্থ বছরে) 10%    
11.0 ক্রমপুঞ্জিত ব্যয় 64.56    
12.0 প্রকল্পের বাস্তব অগ্রগতি (ক) জমি হস্তান্তর: 26 জুলাই 2022
(খ) আরএডিপিতে অর্ন্তভূক্ত: 28 মার্চ 2022 (2021-22 অর্থ বছর)
(গ) অর্থছাড়করণ:   10/04/2022 (১ম অর্থ ছাড়) (2021-22 অর্থ বছর)
(ঘ) অর্থছাড়করণ:  19/10/2022 (১ম অর্থ ছাড়) (2022-23 অর্থ বছর)
(ঘ) দরপত্র প্রক্রিয়া:
প্রকল্প পরিচালকের কার্যালয় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়
1) যানবাহন (১টি জীপ)-সম্পূর্ণ 1) সার্ভে-সম্পূর্ণ
2) ল্যাপটপ (৩টি)-সম্পূর্ণ 2) মাটি পরীক্ষা-সম্পূর্ণ
৩) আউটসোসিং- চলমান 3) একাডেমিক ভবন-চলমান
৪) যানবাহন (চুক্তিভিত্তিক)-চলমান ৪) রেসিডেন্সিয়াল ব্লক-চলমান
৫) অন্যান্য মনিহারি-চলমান ৫) ডরমেটরি-চলমান
৬) বৈদ্যুতিক সরঞ্জাম-চলমান  
৭) কম্পিউটার ও আনুষঙ্গিক-চলমান  
৮) বৈদ্যুতিক ফ্যান-চলমান  
৯) বৈদ্যুতিক লাইট-চলমান  
১০) অফিস সরঞ্জাম-চলমান  
১১) আসবাবপত্র-চলমান  
13.0 প্রকল্পের সমস্যা ও প্রতিকার (ক) সমস্যা:
1) ডিপিপি সংশোধন।
2) জনবলের আউটসোর্সিং কোড অন্তর্ভুক্তকরণ।
৩) প্রেষণে কর্মকর্তা পদায়ন/নিয়োগ।
৪) প্রকল্প পরিচালকের কার্যালয়ে বরাদ্দ অন্তর্ভুক্তকরণ।
৫) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক প্রকল্পের নকশা মাষ্টারপ্লান সংশোধন
৬) ২০২২ সালের রেট সিডিউল অনুযায়ী প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সংশোধন।
৭) গণপূর্ত অধিদপ্তর সকল কাজের বিস্তারিত প্রাক্কলন অন্তর্ভূক্তকরণ।

(খ) প্রতিকার:
1) সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে পিইসি সভার মাধ্যমে ডিপিপি সংশোধন।
2) পরিকল্পনা কমিশনের মাধ্যমে প্রকল্প পরিচালকের কার্যালয়ের জন্য নতুন বরাদ্দ অন্তর্ভুক্তকরণ।
৩) অর্থ মন্ত্রণালয় হতে জনবলের কোড সংশোধন ও অতিরিক্ত জনবল বরাদ্দ।
৪) স্থাপত্য অধিদপ্তর কর্তৃক চূড়ান্ত মাষ্টারপ্লান ও নকশা প্রস্তুত ও অনুমোদন।
৫) গণপূর্ত অধিদপ্তর কর্তক চূড়ান্ত প্রাক্কলন প্রস্তুত ও অনুমোদন।
৬) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বহি: বিদ্যুতায়নের নকশা প্রস্তুত, প্রাক্কলন প্রস্তুত ও অনুমোদন গ্রহণ।
           
14.0 পিআইসি ও পিএসসি সভা অনুষ্ঠিত (১) পিআইসি (1ম সভা) : 24 নভেম্বর 2021, রেজুলেশন প্রাপ্তি: 
(২) পিআইসি (2য় সভা) : 10 মার্চ ২০২২, রেজুলেশন প্রাপ্তি: 
(৩) পিআইসি (৩য় সভা) : 13 জুন ২০২২, রেজুলেশন প্রাপ্তি: 
(৪) পিআইসি (৪র্থ সভা) : ১৭ আগষ্ট ২০২২, রেজুলেশন প্রাপ্তি: 
(১) পিএসসি (1ম সভা) : 25 এপ্রিল 2022, রেজুলেশন প্রাপ্তি: 25 মে 2022
(২) পিএসসি (২য় সভা) : 07 সেপ্টেম্বর 2022, রেজু: প্রাপ্তি: 19 সেপ্টেম্বর ২০২২
15.0 জমির পরিমাণ 12.01 একর  ও অতিরিক্ত প্রস্তাবিত 0.88 একক  প্রক্রিয়াধীন
16.0 ভৌত অবকাঠামো আলোচ্য প্রকল্পের আওতায় নিম্নোক্ত ভৌত অবকাঠামো ও সৃজিতব্য সুযোগসুবিধাঃ
১) প্রকল্পের মাষ্টার প্ল্যান ও প্ল্যানের কম্পান্যান্ট ব্লোআপ;
 ২) ৩টি বেইজমেন্ট সহকারে ১০ তলা পর্যন্ত ভেতরকাম রুমসমূহের বিন্যাসসহ প্রতি তলার প্ল্যান;
 ৩) পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ডরমিটরী ভবন ও উপরের একটি ফ্লোরে গেষ্ট স্পেস হিসেবে প্ল্যান করা হয়েছে;
 ৪) কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৬ ইউনিট  সহকারে ৬ তলা আবাসিক ভবন;
 ৫) ২ তলা মসজিদ ভবন;
 ৬) ইনডোর গেইমসের জন্য জিমনেসিয়াম ভবন;
 ৭)  ৮ লেন বিশিষ্ট সু্ইমিং পুল ও ড্রেসিং রুমের প্ল্যান;
 ৮) ফুটবল/এতলেটিক মাঠ  ও ট্রাকিং টার্ফ খেলার মাঠ ও বসবার গ্যালার;
 ৯) ক্রিকেট মাঠ ও বসবার গ্যালারী;
 ১০) ব্যারাক হাউস;
 ১১) সাব-ষ্টেশন, জেনারেটর ও পাম্প হাউজ;
 ১২) গার্ডরুমসমূহ ও
 ১৩)  প্রকল্পের ল্যান্ড স্কেপ।
17.0 জরুরী কার্যাবলী: 1) প্রকল্পের চূড়ান্ত ও বিস্তারিত নকশা প্রস্তুত ও অনুমোদন;
2) গণপূর্ত অধিদপ্তর হতে সকল কাজের স্থাপনার বিস্তারিত প্রাক্কলিত মূল্য প্রাপ্তি ও অনুমোদন;
 ৩) গণপূর্ত অধিদপ্তর হতে বহি:বিদ্যুতায়নের বিস্তারিত নকশা ও প্রাক্কলিত মূল্য প্রাপ্তি ও অনুমোদন;
৪) গণপূর্ত অধিদপ্তর হতে আরবরিকালচার বিস্তারিত নকশা ও প্রাক্কলিত মূল্য প্রাপ্তি ও অনুমোদন;
৫) ডিপিপি সংশোধন;
৬) ২০২২-২৩ অর্থ বছরের আরএডিপিতে ব্যয় নির্ধারণ;
৭) গণপূর্ত অধিদপ্তর কর্তৃক দরপত্র আহ্বান ও ভৌতকাজ জরুরীভিত্তিতে প্রক্রিয়াকরণ;
৮) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পিইসি আহ্বান;
৯) বৈদেশিক প্রক্ষিশনের ব্যবস্থা গ্রহণ;

2022-11-28-03-29-e5a13a19113074599002c2db214b4e86.pdf 2022-11-28-03-29-e5a13a19113074599002c2db214b4e86.pdf

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon