Wellcome to National Portal
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ (এসপিএসএন) প্রকল্প জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২২

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

সমাজকল্যাণ মন্ত্রণালয়

সুবর্ণ ভবন (১৩তলা), এ/২, সেকশন-১৪, মিরপুর, ঢাকা-১২০৬

একনজরে প্রকল্প সম্পর্কিত তথ্যাদি
1.0 প্রকল্পের শিরোনাম : বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প
2.1 উদ্যোগী মন্ত্রণালয় : সমাজকল্যাণ মন্ত্রণালয়  
2.2 বাস্তবায়নকারী সংস্থা : জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন  
2.3 নির্বাহক এজেন্সী : গণপূর্ত অধিদপ্তর 
2.4 পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ : আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ  
           

প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং ক্রীড়াক্ষেত্রে তাঁদের পারদর্শিতা বৃদ্ধি করার লক্ষ্যে  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের নিমিত্ত সাভার উপজেলাধীন বারইগ্রাম ও দক্ষিণ রামচন্দ্রপুর মৌজার ১২.০১ একর জমি ইতোমধ্যে সরকার কর্তৃক বন্দোবস্ত পাওয়া গিয়েছে। উক্ত জমিতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য ৪৪৭ কোটি ৫৪ লক্ষ ০৭ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ডিপিপি প্রণয়ন করা হয়েছে। উক্ত ডিপিপি ১৬/০৩/২০২১ তারিখ একনেকে অনুমোদিত হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে বরাদ্দ ৭৯৫২.০০ লক্ষ টাকা। ক্রমপুঞ্জিভুত ব্যয় ৬৪.৫৬ লক্ষ (আগস্ট/২২ পর্যন্ত)। গত ১৮/০৯/২০২১ তারিখ  সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ‘বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রশাসনিক অনুমোদন জারী করা হয়েছে। ০৭/১১/২০২১ তারিখ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। অনুমোদিত ডিপিপিতে ৫১টি কোডের মধ্যে ৪৯ টি কোড ডিপিইসি কমিটির মাধ্যমে সংশোধন করা হয়েছে। অনুমোদিত ডিপিপির কতিপয় নতুন অঙ্গ ও কোডের সংযোজন এবং প্রকল্প পরিচালকের অফিস ভাড়া ও জনবল নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্টিয়ারিং কমিটির ২য় সভা ০৭/০৯/২০২২ তারিখ অনুষ্ঠিত হয়েছে।

স্থাপত্য নকশার মাষ্টার প্ল্যানসহ সংশোধনের কার্যক্রম চলমান। সংশোধিত নকশার আলোকে গণপূর্ত অধিদপ্তরের ২০২২ সালের নতুন রেট সিডিউল অনুসারে চূড়ান্ত প্রাক্কলন প্রস্তুতের অনুমোদন করবেন। বর্তমানে প্রকল্পের মাটি পরীক্ষার কাজ চলমান। প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে ব্যাপক অসংগতি ও ভুল থাকায় যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে বাধাগ্রস্ত হয়েছে। ডিপিপিতে স্থাপত্য অধিদপ্তরের সংশোধিত নকশা ও গণপূর্ত অধিদপ্তরের চূড়ান্ত প্রাক্কলন এবং প্রকল্প পরিচালকের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কোড অন্তর্ভূক্ত করণের ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাবে। সকল সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের নিমিত্ত জরুরী ভিত্তিতে প্রকল্পের কাজ চলমান রেখে ডিপিপি সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।